দক্ষিণ সুরমায় অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন তিন যুবক
সিলেট অফিস :
সিলেটে মাদক বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে অপহরণ করে অস্ত্র ও মাদকসহ সহযোগীকে ফাঁসাতে গিয়ে পুলিশের খাঁচায় ধরা পড়েছেন তিন যুবক। রবিবার (১৬ মে) আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুরের সানর মিয়ার ছেলে কামরুল ইসলাম লিমন, মোমিনখলার আনছার আলীর ছেলে রুবেল আহমদ ও সিলাম খালোপাড়ের আজিজুর রহমানের ছেলে মোবারক হোসেন তুহিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তুহিনের বরাত দিয়ে পুলিশ জানায়- তুহিন ও কামরুলের সাথে ইয়াবা কেনাবেচার টাকার লেনদেন নিয়ে সুমন নামের এক ব্যক্তির বিরোধ চলছিল। সুমন টাকা দিতে সময়ক্ষেপণ করায় ঈদুল ফিতরের দিন দুপুরে সুমনকে প্রাইভেটকারে তুলে অপহরণ করে তুহিনের বাসায় এনে আটকে রাখা হয়। পরে রিভলবার ও ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য গত শনিবার রাতে পুলিশে খবর দেয়া হয়। পরে কামরুলের দেওয়া তথ্যমতে একটি শপিংব্যাগ ভর্তি গুলিসহ একটি রিভলবার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তুহিন ও লিমনের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দেয়। পরে তারা পুলিশের কাছে সুমনকে ফাঁসানের চেষ্টার কথা স্বীকার করে। এসময় পুলিশ রুবেল আহমদ নামের তাদের আরেক সহযোগীকে আটক করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, আটককৃত তিনজনকে রবিবার আদালতে হাজির করা হয়। বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।