এবার ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা
পোস্ট ডেস্ক :
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান লেস্টার সিটির হামজা চৌধুরী। এফএ কাপের ফাইনালে ফিলিস্তিনের পতাকা উড়ান বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। এবার পতাকা উড়িয়ে প্রতিবাদ জানালেন পল পগবা। মঙ্গলবার রাতে প্রিমিয়ার লীগের ম্যাচে পগবা এবং আমাদ দিয়ালো ত্রায়োরে ‘ল্যাপ অব অনার’ দেন ফিলিস্তিনের পতাকা হাতে।
ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহ্যামের ম্যাচ দিয়ে প্রায় ১৪ মাস পর দর্শক ফিরেছে প্রিমিয়ার লীগের গ্যালারিতে। করোনা মহামারির পর এই প্রথম দশ হাজার দর্শককে মাঠে প্রবেশাধিকার দিয়েছিল প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ।
ম্যাচ শেষে খেলোয়াড়রা মাঠ প্রদক্ষিণ করছিলেন। এসময় ম্যানইউয়ের এক ভক্ত পগবাকে ফিলিস্তিনের পতাকা দেন। এরপর পগবা এবং আমাদ দিয়ালো সেটি ওড়ান।
পগবা ও দিয়ালোর পতাকা ওড়ানোর বিষয়টাকে ইউনাইডেট কোচ ওলে গানার সুলশারও দেখছেন সহজভাবে।
তিনি বলেন, ‘আমাদের দলে ভিন্ন পটভূমি, ভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন দেশের খেলোয়াড় আছেন। আমার মনে হয় তাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানানো উচিত।’
এর আগেও নিরপরাধ ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে দেখা গিয়েছে পগবাকে। এক টুইটে পগবা বলেছিলেন, ‘পৃথিবীর প্রয়োজন শান্তি ও ভালোবাসা। অতি দ্রুত সহায়তা পৌঁছাবে। সবাইকে একে অপরকে ভালোবাসতে হবে।’ ওই টুইটে ফিলিস্তিনিদের জন্য দোআও চেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।