সিলেট-ঢাকা মহাসড়কের বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেলে মাদরাসা অধ্যক্ষের
পোস্ট ডেস্ক :
বেপরোয়া গতিতে গাড়িচালনার কারণে সিলেট-ঢাকা মহাসড়ক দিন দিন আরও ভয়ঙ্কর মৃত্যুফাঁদ রূপে আবির্ভুত হচ্ছে। আজও মহাসড়কটির ওসমানীনগর এলাকায় বেপরোয়া গাড়ি কেড়ে নিয়েছে একজনের প্রাণ।
জানা গেছে, বুধবার (১৯ মে) দুপুর ১২টার দিকে সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন গোয়ালাবাজার র এলাকার ব্রাহ্মণগ্রামের হযরত শাহজালাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আমিরুল ইসলাম (৫৫)। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেলা ২টার দিকে তিনি মৃত্যুরবরণ করেন। অধ্যক্ষ মাওলানা মো. আমিরুল ইসলাম ওসমানীনগরের জায়ফরপুর গ্রামের বাসিন্দা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কালাম।
তিনি জানান, দুপুর ১২টার দিকে অধ্যক্ষ মাওলানা মো. আমিরুল ইসলাম মাদরাসার সামনে রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকারের নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেলা ২টার দিকে তিনি মারা যান।
এদিকে, অধ্যক্ষ মাওলানা মো. আমিরুল ইসলাম ছিলেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।