ব্রিটেনে বিলিয়নিয়ারদের সম্পদ বৃদ্ধি পেয়েছে এক পঞ্চমাংশ
পোস্ট ডেস্ক :
করোনা মহামারিতে লকডাউন থাকা সত্ত্বেও ব্রিটেনে অনলাইন বিলিয়নিয়ারদের সম্পদ বৃদ্ধি পেয়েছে এক পঞ্চমাংশ। এ সময়ে ব্রিটেনে ১৭১ জন বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করেছে সানডে টাইমস রিচ লিস্ট। এতে ২৩০০ কোটি পাউন্ডের মালিক হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন ওয়ার্নার মিউজিকের স্যার লিওনার্দ ব্লাভাতনিক। ২০২১ সালে ব্রিটেনের বিলিয়নিয়ারদের সম্পদ ১০৬৫০ কোটি পাউন্ড বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৯৭২০ কোটি পাউন্ড। এর মধ্যে স্যার লিওনার্দ ব্লাভাতনিকের জন্ম ইউক্রেনে। তার সম্পদ বৃদ্ধি পেয়েছে ৭২১.৯ শত কোটি পাউন্ড। করোনা মহামারি এবং বিশ্বজুড়ে অর্থনীতিতে টালমাটাল অবস্থার মধ্যেও ২০২০ সালের তুলনায় বৃটেনভিত্তিক বিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শতকরা ২৪ ভাগ। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এ সময়ে বিলিয়নিয়ারদের সম্পদ বৃদ্ধি পেয়েছে শতকরা ২১.৭ ভাগ।
এর মধ্যে ব্লাভাতনিকের (৬৩) ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির এই পরিমাণের কারণে ২০১৫ সালের পর থেকে দ্বিতীয়বার রিচ লিস্টের শীর্ষে উঠে এসেছেন। ২০১৫ সালে তার সম্পদের পরিমাণ ছিল ১৩১৭ কোটি পাউন্ড। তালিকা অনুযায়ী শীর্ষ দশজন হলেন- স্যার লিওনার্দ ব্লাভাতনিক। তার মোট সম্পদের পরিমাণ ২৩০০ কোটি পাউন্ড। এরপরে আছেন ডেভিড অ্যান্ড সিমন রুবেন। তাদের মোট সম্পদের পরিমাণ ২১৪৬ কোটি পাউন্ড। শ্রী অ্যান্ড গোপী হিন্দুজা ও পরিবারের মোট সম্পদের পরিমাণ ১৭০০ কোটি পাউন্ড। স্যার জেমস ডাইসন ও পরিবারের মোট সম্পদ আছে ১৬৩০ কোটি পাউন্ডের। লক্ষ্মী মিত্তাল ও পরিবারের সম্পদের পরিমাণ ১৪৬৮ শত কোটি পাউন্ড। অ্যালিশার উসমানভের মোট সম্পদের পরিমাণ ১৩৪০ কোটি পাউন্ড।
কির্স্টেন অ্যান্ড জোর্ন রাউজিংয়ের সম্পদের পরিমাণ ১৩০০ কোটি পাউন্ড। এরপরেই রয়েছেন রোমান আব্রামোভিচ। তার সম্পদ আছে ১২১০ কোটি পাউন্ড। চার্ললেন ডি কারভালহো-হেইনেকেন অ্যান্ড মাইকেল ডি কারভালহোর রয়েছে ১২০১ কোটি পাউন্ড। দশ নম্বর অবস্থানে আছেন গাই, জর্জ, আলান্নাহ এবং গ্যালেন ওয়েস্টন ও পরিবার। তাদের মোট সম্পদের পরিমাণ ১১০০ কোটি পাউন্ড।