চ্যাম্পিয়নস লীগের টিকিট নিশ্চিত লিভারপুল, চেলসির
পোস্ট ডেস্ক :
প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছে আগেই। তবে শেষ রাউন্ডে উত্তেজনার কমতি ছিল না। ম্যানচেস্টারের দুই দল চ্যাম্পিয়নস লীগে স্থান নিশ্চিত করলেও বাকি দুটি স্থানের লড়াইয়ে ছিল তিনটি ক্লাব। সেই লড়াইয়ে জিতে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লীগে জায়গা পাকাপোক্ত করল লিভারপুল, হেরেও তাদের সঙ্গী চেলসি।
ক্রিস্টাল প্যালেসকে এদিন ঘরের মাঠে ২-০ গোলে হারায় লিভারপুল। অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হেরে গিয়েও ইউরোপ সেরার মঞ্চে জায়গা পায় টমাস টুখেলের চেলসি। কারণ, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে লেস্টার সিটি।
অ্যানফিল্ডে এদিন লিভারপুলেলর জয়ের নায়ক সাদিও মানে। ৩৬তম মিনিটে অ্যান্ডি রবার্টসনের কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন সেনেগাল স্ট্রাইকার। এরপর দ্বিতীয়ার্ধে জোড়া গোল পূর্ণ করেন তিনি।
৭৪তম মিনিটে ডি-বক্সে মোহাম্মদ সালাহ’র পাস ধরে স্কোরলাইন ২-০ করেন মানে।
এদিকে ভিলা পার্কে ২-১ গোলে হারে চেলসি। প্রথমার্ধে অ্যাস্টন ভিলাকে লিড এনে দেন বার্টান্ড ট্ররে। এরপর বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন আনওয়ার আল গাজী। ৭০ মিনিটে বেন চিলওয়েলের গোলে ব্যবধান কমায় চেলসি। শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির সিজার অ্যাজপিলিকুয়েতা।
চেলসির হারেও সুবিধা আদায় করতে পারেনি লেস্টার। টটেনহ্যামের বিপক্ষে দু’বার এিেগয়ে থেকেও ৪-২ গোলে হারে তারা। লেস্টারের হয়ে পেনাল্টি থেকে দুটি গোল করেন জেমি ভার্ডি। অন্যদিকে গ্যারেথ বেল জোড়া গোল করেন, একটি গোল করেন হ্যারি কেইন। অপর গোলটি আত্মঘাতী।
৩৮ ম্যাচে যথাক্রমে ৬৯ এবং ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থস্থানে লিভারপুল-চেলসি। অন্যদিকে ৬৬ পয়েন্ট নিয়ে অল্পের জন্য চ্যাম্পিয়নস লীগ হাতছাড়া করল লেস্টার।
লীগে পঞ্চম হওয়া ও এফএ কাপ জয়ী দুটি দল জায়গা পায় ইউরোপা লীগে। লেস্টার এফএ কাপ জেতায় তাদের সঙ্গে লীগের ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডও সুযোগ পেয়েছে টুর্নামেন্টটিতে। শেষ রাউন্ডে সাউদাম্পটনকে ৩-০ গোলে হারায় তারা।