সিলেটে হোটেল থেকে পতিতাসহ আটক ৭

Published: 24 May 2021

সিলেট অফিস :


অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে সিলেট নগরী থেকে ৭ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেল থেকে পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে একদল পুলিশ অভিযান চালায়।বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশের ওই দল হোটেলে গিয়ে দেখতে পায় অনৈতিক কাজে লিপ্ত রয়েছে কয়েকজন নারী পুরুষ। এ সময় ২ নারী ও ৫ পুরুষকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

আটককৃত ৫ পুরুষের মধ্যে ৩ জনের বাড়ী দক্ষিণ সুরমার মোগলাবাজারে, একজন ওসমানীনগর ও একজন সুনামগঞ্জের বাসিন্দা। তবে পুলিশ ২ নারীর নাম ঠিকানা উল্লেখ করেনি।

উল্লেখ্য, ইতিপূর্বেও অসামাজিক কাজে লিপ্ত থাকায় বদরুল হোটেলে অভিযান চালিয়ে কয়েকজন নারী পুরুষকে আটক করা হয়েছিল।