যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকা!
পোস্ট ডেস্ক :
কোপা আমেরিকাকে ঘিরে জলঘোলা কম হয়নি। রাজনৈতিক অস্থিরতার কারণে যৌথ আয়োজন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে কলম্বিয়া। এরপর করোনা প্রকোপ বৃদ্ধিতে আর্জেন্টিনায় লকডাউনের ঘোষণা দেয় স্থানীয় সরকার। যেকারণে আসরটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে ভেন্যু পরিবর্তন করে যুক্তরাষ্ট্রে হতে পারে এবারের আসর। সম্ভাবনার খবরটি নিশ্চিত করেছে, কলম্বিয়ার ব্লু রেডিও।
কোপা আমেরিকার আসরটি মূলত হওয়ার কথা ছিল গত বছর। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে তা এক বছর পিছিয়ে দেয়া হয়। টুর্নামেন্টটির ১০৫ বছরের ইতিহাসে এই প্রথম দুই দেশের যৌথ আয়োজনে হতে নিচ্ছিল আসরটি।
তবে কলম্বিয়া সরকার বিরোধী আন্দোলনের কারণে আয়োজক হতে অনিচ্ছা প্রকাশ করে। এরপর একক আয়োজক হতে আগ্রহ দেখায় আর্জেন্টিনা। কিন্তু তাতে বড় বাধা হয়ে দাড়ায় করোনাভাইরাস। ইতিমধ্যে মেসির দেশের ঘরোয়া সকল ফুটবল টুর্নামেন্ট স্থগিত করে দেয়া হয়েছে। এমন অবস্থায় জুনের ১৩ তারিখ থেকে কোপা আয়োজন এক কথায় প্রায় অসম্ভব।
চিলি, ভেনেজুয়েলা সহ একাধিক দেশ সমস্যা সমাধানে টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ দেখিয়েছে। তবে কলম্বিয়ার ব্লু রেডিও-এর মতে কোপা আমেরিকা মার্কিন যুুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা দিন দিন বাড়ছে। তবে এই প্রথম নয়, ২০১৬ সালেও আমেরিকায় কোপার আসর বসেছিল।
সেই আসরে লিওনেল মেসির আর্জেন্টিনাকে পরাস্ত করে ট্রফি জিতেছিল চিলি। তবে এইবার প্রায় একই সময়ে কনকাকাফ গোল্ড কাপের আসর বসবে যুক্তরাষ্ট্রে। দুই বড় টুর্নামেন্ট এই পরিস্থিতিতে আদৌ একসঙ্গে আয়োজন করা সম্ভব কী না, সেই বিষয়ে বেশ সংশয় আছে। তবে রিপোর্ট অনুযায়ী কোপা আয়োজিত হলেও একই শহরে দুই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে না।