মেসিকে বার্সেলোনার নতুন প্রস্তাব

Published: 28 May 2021

বিশেষ সংবাদদাতা :

আর কিছুদিন অথ্যাৎ ৩০ই জুন বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে লিওনেল মেসির। এরপরই ফ্রি হয়ে যাবেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। চাইলে যোগ দিতে পারবেন যেকোন ক্লাবে। থাকবে না কোন বিধি নিষেধ। এরমধ্যে আর্জেন্টিনার এই সুপার স্টারকে পেতে ওঁতপেতে আছে ইউরোপের অনেক নামি-দামি ক্লাব।

ইতোমধ্যে মেসিকে বিশাল এক প্রস্তাব দিয়ে রেখেছে প্যারিসের ক্লাব পিএসজি। ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার সিটিও সুযোগ পেলে লুফে নেবে বার্সার এই তারকাকে। এখন প্রশ্ন হচ্ছে বার্সেলোনা কি ছেড়ে দিবে মিসেকে?
মনে হচ্ছে না। কারন দ্বিতীয়বার বার্সার সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর হুয়ান লাপোর্তা ঘোষণা দিয়েছিলেন, তিনি কোনোভাবেই মেসিকে ছাড়তে চান না।

যে কোনো মূল্যেই হোক, তারা মেসিকে ধরে রাখতে চান।

সে লক্ষ্যেই এবার মেসির সামনে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন করেছে বার্সেলোনা। বার্সেলোনার অডিট রিপোর্ট তৈরি না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব মেসিকে দেয়ার ক্ষেত্রেও বেশ একটা জটিলতা রয়েছে। কিন্তু হুয়ান লাপোর্তা কোনো কিছুর জন্যই আর অপেক্ষা করতে রাজি নন। এ কারণে, আনুষ্ঠানিক প্রস্তাবটা তিনি দিয়ে দিলেন মেসিকে।

টিভি থ্রি জানিয়েছে মেসিকে দেয়া বার্সার এই আনুষ্ঠানিক প্রস্তাবটি সম্পর্কে। তারা একই সঙ্গে জানিয়েছে, মেসি এখনও বার্সকে কোনো জবাব দেয়নি। তিনি মূলতঃ ২০২১-২২ মৌসুমের জন্য বার্সার পরিকল্পনা কী, তা না জানা পর্যন্ত কোনো জবাব দেবেনও না।
তবে মেসিকে দেয়া নতুন প্রস্তাবে কী রেখেছে বার্সেলোনা তা প্রকাশ করেনি কেউ। মেসি রাজি হলে হয়তো প্রকাশ্যে আসবে এসব বিষয়গুলো।

ক্লাবের ব্যস্ততা এখন আর নেই। এ কারণে, মেসি এখন রয়েছেন আর্জেন্টিনায়, নিজ দেশের জাতীয় ফুটবল দলে। কোপা আমেরিকা এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য তিনি যোগ দিয়েছেন আর্জেন্টিনা দলে। কোপা আমেরিকা নিয়ে মেসি এখন খুব সিরিয়াস। কারণ, তার সামনে একটি বড় ট্রফি জেতার প্রায় শেষ সুযোগ এটা।