সিলেটে আবাসিক হোটেলে অভিযান ১১ নারী-পুরুষ গ্রেফতার

Published: 28 May 2021

সিলেট অফিস :


সিলেটে আবাসিক হোটেলে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর বদরুল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১১ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানাধীন বন্দাবাজার ফাঁড়ির একদল পুলিশ নগরীর সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৩ পুরুষ ও ৮ নারীকে গ্রেফতার করেছে।

অভিযানে নেতৃত্ব দেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস.আই মো. মোস্তাফজিুর রহমান। সঙ্গে ছিলেন এস.আই মো. সাজেদুল করমি সরকার ও অন্যান্য ডিউটি অফিসার।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।