পরলোকে মালতী রানী দেব

Published: 28 May 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

সিলেট নগরের পাঠানটুলাস্থ মোহনা আবাসিক এলাকা বি-৫/১৪ নিবাসী বিশিষ্ট কীর্ত্তনীয়া শ্রী রথীন্দ্র দেব-এর স্ত্রী এবং ফটোগ্রাফার বিজিত দেব-এর মা মালতী রানী দেব (৭০) আর নেই। (দ্বিব্যাং লোকাং স্ব গচ্ছতু)। তিনি (২৮ মে) শুক্রবার বিকেল ৫টা ৫মিনিটে নিজ বাসভবনে শেষ নি:শ^াস ত্যাগ করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী শ্রী রথীন্দ্র দেব- ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার শেষকৃত সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশানঘাটে সম্পন্ন হয়।
মোহনা আবাসিক এলাকা নিবাসী মালতী রানী দেব-এর প্রয়াণে সিলেট নগরের পনিটুলাস্থ পল্লবী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবু নোমান মো: আব্দুল্লা মাছুম, ভার্সেটাইল ফাউন্ডেশন সিলেটের সভাপতি এম এ হক কামিল, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ ঘোষ টুটুল এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার প্রয়াতের আত্মার চিরমঙ্গল ও চিরকল্যাণ কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।