বালাগঞ্জে ব্রিকস ফিল্ডের ম্যানেজারকে কুপিয়ে হত্যা

Published: 28 May 2021

সিলেট অফিস :

সিলেটের বালাগঞ্জে প্রকাশ্যে দিবালোকে দিরাজ পাল (৬৩) নামক এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ মে) জুমআর নামাজের সময় সিলেটের বালাগঞ্জের গহরপুর এলাকার রতনপুর গ্রামের জিবিসি ব্রিকস ফিল্ডে এ ঘটনা ঘটে। দিরাজ পাল ওই ব্রিকস ফিল্ডে ৮ বছর থেকে প্রধান ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক বণিক বার্তার সিলেট ব্যুরো চিফ দেবাশীষ দেবুর চাচা ।

দিরাজ পাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকার মনিপুর গ্রামের দিতেজ কুমার পালের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুমআর নামাজের সময় ব্রিকস ফিল্ডের অফিস কক্ষে ম্যানেজার দিরাজ পাল একা থাকা অবস্থায় দুর্বৃত্তরা হামলা করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় অফিস কক্ষের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ টাকা পয়সা ও জরুরি কাগজপত্র লুট করে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জুমআর নামাজের পর দিরাজ পালের চিৎকার শুনতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধারে করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। বিষয়টি খতিয়ে দেখছি। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করতে পারিনি। স্থানীয় জনতা, ব্রিকস ফিল্ডের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।