জুড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্টিত

Published: 28 May 2021

জুড়ী প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে মনতৈল যুবসমাজ স্পোটিং ক্লাব আয়োজিত জাঁকজমকপূর্ণ টিভি এন্ড টিভি নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
আজ শুক্রবার (২৮শে মে) বিকেলে মনতৈল মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ৫ নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ লাল মিয়া,কামিনীগন্জবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক এম এ আজিজ,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুমিত,আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম রাজন,প্রবাসী জাইদুল ইসলাম,তরুন সমাজসেবক দুলাল মিয়া, আব্দুল হান্নান,সেলিম আহমদ।
খেলা পরিচালনা কমিটির মধ্যে উপস্হিত ছিলেন রুমান আহমদ,মোঃ রানু মিয়া,তাজুল ইসলাম,এনামুল হক,ইশ্রাব আলী,নজরুল ইসলাম,তুয়েল মিয়া,মামুন আহমদ,লিমন আহমদ,সারুক মিয়া প্রমূখ।
আজকের খেলায় মনতৈল অগ্রগামী ক্রীড়াচক্র বনাম বঙ্গবন্ধু ফুটবল একাদশ,পঃভবানীপুর এর মধ্যেকার অনুষ্টিত হয়। নির্ধারিত সময়ে কেউ গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মাধ্যমে বঙ্গবন্ধু ফুটবল একাদশ ২-০ গোল এ জয়লাভ করে চ্যাম্পিয়ান ট্রফি জিতেছে। রমজান মাসের পুর্বে ২২ টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু করে ফাইনাল খেলার মধ্য দিয়ে সফলভাবে শত শত দর্শকের উপস্থিতিতে আজকের ফাইনাল খেলাটি সম্পন্ন হয়।
খেলায় প্রথম পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন ৫ নং জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, দ্বিতীয় পুরস্কার দাতা অত্র ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ লাল মিয়া।পুরস্কার বিতরণ শেষে কমিটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।