সিলেটে দফায় দফায় ভূমিকম্প, আতঙ্ক

Published: 29 May 2021

সিলেট অফিস :


ভূমিকম্পে তৃতীয় দফায় আবারো কাঁপলো সিলেট। শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় তৃতীয় দফায় আবারো সিলেটে কেঁপে উঠে। এরআগে সিলেটে ১৪ মিনিটের মধ্যে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

এরআগে শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ ও ১০টা ৫১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে সিলেট আবহাওয়া অফিস সাথে সাথে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে ১৪ মিনিটের ব্যবধানে দুইবার ও সাড়ে ১১টার দিকে আবারে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।