ঠাকুর নিগমানন্দ সিলেট বিভাগীয় মন্দির কমিটি গঠন

Published: 29 May 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


শ্রীশ্রী ১০৮ নিগমানন্দ পরমহংসদেবের সিলেট বিভাগীয় মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জ পুকুরপাড়ে মন্দিরের জন্য নির্ধারিত স্থানে এই মন্দির প্রতিষ্ঠা করা হবে। গত ২৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর মাছিমপুর কুড়িপাড়া নিগমানন্দের মন্দিরে এ সংক্রান্ত এক সভায় মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের একমাত্র দীক্ষাগুরু অখন্ডানন্দ সরস্বতী মহারাজ। অর্ধেন্দু ঘোষ চৌধুরী সঞ্জুকে সভাপতি ও রনতোষ দত্তকে সাধারণ সম্পাদক এবং বিকাশ মোদককে অর্থ সম্পাদক করে ৬১ সদস্যের এই কমিটি গঠন করা হয়।