সম্ভাব্য দূর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকতে সিলেট চেম্বারের অনুরোধ
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটে ঘন ঘন ভূমিকম্পন অনুভূত হওয়ায় সম্ভাব্য ভূমিকম্পের দূর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ররাস্ট্রমন্ত্রী, মেয়র ও জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, ইতিহাসের প্রথম সিলেট এলাকায় আজ সকাল থেকে অন্তত পাচঁ থেকে ছয়বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং দফায় দফায় এমন কম্পনে সিলেটবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞদের মতে সাধারণত বড় কোন ভূমিকম্পনের পূর্বে এমন দফায় দফায় মৃদু কম্পন হতে পারে। যেহেতু সিলেট ভূমিকম্প প্রবণ অঞ্চল সেক্ষেত্রে ভূমিকম্পনজনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষার প্রয়োজনে সম্ভাব্য ভূমিকম্প মোকাবিলা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মেয়র ও জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছি। তাছাড়া তিনি ভূমিকম্পের দূর্যোগ মোকাবিলায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে সতর্কতা প্রদান ও পূর্বপ্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।