টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ
সংবাদ বিজ্ঞপ্তি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। গত ২৯ মে ২০২১ইং, শনিবার এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এসময় পুষ্পস্তবক অর্পন করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ সভাপতি ও এফবিসিসিআই এর নবনির্বাচিত পরিচালক তাহমিন আহমদ। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল শহীদানদের আত্মার মাগফিরাত এবং দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।