জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

Published: 30 May 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। রোববার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত, সদ্য মৃত্যুবরণকারী বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের মাগফেরাত, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম ও আবুল কাশেম, সাবেক জেলা সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাবেক সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, কুহিনুর আহমদ, আখতার হোসেন রাজু, বদরুল ইসলাম আজাদ, হাবিবুর রহমান মাসুম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, যুবদল নেতা মাহবুব আলম, রুবেল বক্স, আব্দুল খালিক, আব্দুল কাদির, শামছুদ্দিন, হিবজুর বিশ^াস রাজু, হুমায়ুন কবির তালুকদার, রহমত হোসেন রকিব, আব্দুল মুকিত, আশিক আহমদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাছিব ও কামরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম ও সদরুল ইসলাম লোকমান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম তানিম ও জাবেদুর রহমান, দফতর সম্পাদক সাজ্জাদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ নুর, সহ-দফতর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল ও ছাত্রদল নেতা চৌধুরী সুবহান আজাদ প্রমূখ।