জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল নেতার খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ

Published: 30 May 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য আবুল কালমা মুর্শেদের উদ্যোগে মাদ্রাসায় খাদ্য সামগ্রী ও নগত অর্থ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বৃহত্তর মিরবক্সটুলা ইউনিট ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নগরীর হযরত আলী (রাঃ) জামেয়া শামসুল উলুম হাফিজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের আপ্যায়নর সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানির পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, সিলেট মহানগর যুবদলের আহবায়ক কমিটি সদস্য নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদল নেতা মতিউর রহমান শিমুল, আনোয়ার হুসেন, বেলাল আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নাজিম উদ্দিন, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহান আল মাহমুদ খান, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজির আলি, সহ মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নয়ন পাশা, মহানগর ছাত্রদল নেতা আব্দুলাহ আল মামুন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান চৌধুরী ফাহিম, ছাত্রদল নেতা সায়েক আহমদ, রেজয়ান, তাসবীর আহমদ, রাহেল আহমদ ও রাব্বি আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ৩০ মে আমাদের জাতীয় জীবনের এক কালো দিন। ১৯৮১ সালের এই দিনে কতিপয় বিপদগামী সেনা সদস্য মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চেয়েছিল। তারা বুঝতে পারেনি শহীদ জিয়াকে হত্যা করে জনতার হৃদয় থেকে মুছে ফেলার সাধ্য কারো নেই। আজকে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বিশে^র বিভিন্ন প্রান্তে অবস্থান করেও প্রিয় নেতার শাহাদাতবার্ষিকীতে আর্ত মানবতার কল্যাণে দ¦ীন ইসলামের খেদমতে সহযোগিতার হাত প্রসারিত করেছে।