ভারতের উত্তরপ্রদেশে করোনায় সাংবাদিক মারা গেলে পরিবার পাবে ১০ লাখ

Published: 31 May 2021

পোস্ট ডেস্ক :


ভারতের উত্তরপ্রদেশে কোনো সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। আজ সোমবার এ ঘোষণা দিয়েছেন তিনি।

জানা গেছে, হিন্দি সাংবাদিকতা দিবস উপলক্ষে রাজ্যের সাংবাদিকদের সামনে বক্তব্য দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এ সময় যোগি আদিত্যনাথ বলেন, করোনা পরিস্থিতিতে সারাদেশে সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। করোনা আক্রান্তের ঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছেন তারা।

করোনায় অন্যান্য অনেক পেশার মানুষের মতো সাংবাদিকরাও মারা যাচ্ছে। তাদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন আদিত্যনাথ।