কানাডায় গণকবরের সন্ধান

Published: 1 June 2021

পোস্ট ডেস্ক :


কানাডার পুরনো একটি আবাসিক স্কুল থেকে ২১৫ জন শিশুর দেহাবশেষ উদ্ধার হয়েছে। এ ঘটনায় দেশব্যাপী গণকবর খুঁজে বের করার অভিযান চালানোর আহ্বান জানিয়েছে কানাডার আদিবাসী সংগঠন।

জানা গেছে, এ ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুঃখ প্রকাশ করেছেন। গতকাল সোমবার ট্রুডো বলেছেন, আদিবাসী সম্প্রদায়ের পক্ষে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, একজন পিতা হিসেবে আমার সন্তানকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলে কেমন লাগবে, আমি সেটা কল্পনাও করতে পারি না।

তিনি আরো বলেন, আদিবাসী শিশুদেরকে তাদের সম্প্রদায় থেকে চুরি করার এমন লজ্জাজনক নীতি দেখে প্রধানমন্ত্রী হিসেবে আমি হতবাক।

আদিবাসী সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের মৃত্যুর কারণ ও সময় খতিয়ে দেখা হচ্ছে। জাদুঘর বিশেষজ্ঞ ও শব পরীক্ষকদের নিয়ে এটি করা হচ্ছে।