কুচাই ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী আ স ম মিছবার মতবিনিময় সভা
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট ০৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) নৌকার মনোনয়ন প্রত্যাশী, সাবেক ক্লীন ইমেজের ছাত্রলীগের নেতা বর্তমান যুক্তরাজ্যআওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নে নেতাকর্মীদের সাথে ০২ জুন বুধবার রাতে এক মতবিনিময় সভা করছেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহ আলী রাজার বাড়িতে কুচাই ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিকালে যুক্তরাজ্য আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আ.স.ম মিসবাহ বলেন, আমি জনসেবা করতে এসেছি। জনসাধারন সহ সবার কল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই। যেহেতু ছাত্রলীগের রাজনীতি করে জাতীয় রাজনীতিতে এসেছি, মানুষের দুঃখ দূর্দশা বুঝি, এই অঞ্চলে উন্নয়নের নৌকা মাঝি হতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ শামীম আহমদ, সিলেট জেলা কৃষকলীগের সভাপতি নিজাম উদ্দিন, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনা মিয়া ও সাধারণ সম্পাদক আক্তার হুসাইন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলীসহ দলীয় নেতৃবৃন্দ।