রিকশা শ্রমিক-সিসিক কর্মচারী সংঘর্ষ, ৩০০ জনকে আসামি করে মামলা

Published: 3 June 2021

সিলেট অফিস :


সিলেট সিটি করপোরেশনের কর্মচারীদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফর, সদস্য জুবায়ের আহমদ চৌধুরী ও প্রণব জ্যোতি পালসহ ৩০০ জনকে আসামি করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) লাইসেন্স শাখার কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সিসিক কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক করেন মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার বিকালে অনুষ্ঠিত সভায় নগর ভবনে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও সিদ্ধান্ত হয়- নগরীর প্রতিটি রাস্তায় ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানোর।

সম্প্রতি ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে সিসিকের অভিযান শুরু করে সিটি করপোরেশন। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কোর্ট পয়েন্টসহ নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।

খবর পেয়ে বেলা ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের সামনে রিকশাচালকরা অবস্থান নেন। এ সময় রিকশাচালক ও সিসিক কর্মচারীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সিসিক কর্মচারী ও নগরীর ব্যাটারিচালিত রিকশাচালকদের মধ্যে আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সময় দুইপক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।