এবার উধাও হওয়া ৫৩ টন চিনি

Published: 6 June 2021

বিশেষ সংবাদদাতা :


কুষ্টিয়া সুগার মিলের গুদাম থেকে উধাও হওয়া ৫৩ মেট্রিক টন চিনি উদ্ধার হয়নি এখনো। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে মিল কর্তৃপক্ষ কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। ডায়েরিতে উধাও হওয়া বা খোয়া যাওয়া চিনির পরিমাণ উল্লেখ সহ ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং স্টোরকিপার ফরিদুল হককে বরখাস্তের বিষয়টিও উল্লেখ করা হয়।

অব্যাহত লোকসানে দেশের রাষ্ট্রায়ত্ত্ব ১৬টি চিনিকলের মধ্যে ৬টি চিনিকলের উৎপাদন বন্ধ করে সরকার। ধারাবাহিক লোকসান সহ নানা কারণে বন্ধ হয়ে যায় কুষ্টিয়া চিনিকলও। চিনিকলের উৎপাদন কার্যক্রম বন্ধ হলেও গত তিন মৌসুমের উৎপাদিত বিপুল পরিমাণ চিনি অবিক্রিত রয়ে যায়।