কানাইঘাটে ১ লাখ ৬৭ হাজার নাসির বিড়িসহ আটক ১

Published: 8 June 2021

সিলেট অফিস : 

​সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে ১ লাখ ৬৭ হাজার নাসির বিড়িসহ ১ চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন (৪৫) কানাইঘাট সীমান্ত এলাকার পর্বতপুর গ্রামের মৃত ইনছান আলীর ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে একটি ডিবি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (০৮ জুন/২০২১) রাত ০৩.০০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন সীমান্ত এলাকা পর্বতপুর সাকিনের ইসলাম উদ্দিনের বাড়ীতে অভিযান চালায়। এসময় ইসলাম উদ্দিনের বসত বাড়ী তল্লাশি করে ৮ কার্টুনে ১ লাখ ৬৭ হাজার শলাকা আমদানী নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে। এসময় ইসলাম উদ্দিন (৪৫) কে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের অভিযান টের পেয়ে চোরাচালানের সাথে জড়িত আরো কয়েকজন পালিয়ে যায়। উদ্ধারকৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩৪ হাজার টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

​এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়েরে নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ করতে ডিবিসহ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তথাপিও এক শ্রেণীর ধুমপায়ী মানুষের চাহিদা থাকায় কিছু চোরাকারবারিরা নাসির বিড়ি চোরাচালান করতে চেষ্টা করে। এদের তৎপরতা বন্ধ করার অংশ হিসেবে আজ ভোর রাতে জেলা ডিবি বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ ০১ (এক) জন কে গ্রেফতার করেছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।