ওয়াশিংটনে টিকা নিলে উপহার গাঁজা!

Published: 10 June 2021

পোস্ট ডেস্ক :


করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা নেয়ার জন্য মানুষকে উৎসাহিত করতে এবার তালিকায় যোগ হয়েছে গাঁজা। হ্যা, সত্যিই তাই। সোমবার করোনার টিকা নেয়ার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের লাইসেন্সধারী খুচরা গাঁজার বিক্রেতাদের এই অনুমতি দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রাপ্তবয়স্ক গ্রাহক যারা কোনো ইন-স্টোর ভ্যাকসিনেশন ক্লিনিকে টিকা নিয়েছেন তাদেরকে এখন একটি নির্দিষ্ট পরিমাণ গাঁজা দেয়া যাবে।

সিএনএন এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে- সোমবার ওয়াশিংটন স্টেইট লিকোর অ্যান্ড ক্যানাবিজ বোর্ড (এলসিবি) এই ঘোষণা দিয়েছে। এলসিবি এই অফারের নাম দিয়েছে, ‘জয়েন্ট ফর জ্যাবস।’ আগামী ১২ জুলাই পর্যন্ত ২১ বছরের বেশি বয়সী প্রাপ্ত বয়স্কদের জন্য উক্ত অফার জারি থাকবে।

টিকা নিতে মানুষকে উদ্বুদ্ধ করতে এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিনামূল্যে বেসবল খেলার টিকিট, বিনামূল্যে বিয়ার বা ডোনাট ইত্যাদি লোভ দেখিয়ে তাদের টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করতে দেখা গেছে।