ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন ভারানে

Published: 29 July 2021

পোস্ট ডেস্ক :


ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাফায়েল ভারানে। ভারানেকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ।

এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘ফরাসি জাতীয় দলের ডিফেন্ডার ও বিশ্বকাপজয়ী তারকা রাফায়েল ভারানেকে দলে নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে আমরা চুক্তিতে সম্মত হয়েছি। ম্যানইউ এই সংবাদ প্রকাশ করতে পেরে আনন্দিত।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে ফরাসি তারকার চুক্তি ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ দেখানোয় ভারানের চাওয়া পুরণে রাজি হয়ে যায় রিয়ালও। ৫০ মিলিয়ন ইউরোয় ম্যানইউতে নাম লিখিয়েছেন ভারানে।

২০১১ সালে রিয়াল মাদ্রিদে আসেন ভারানে। ১৮ বছর বয়সী ভারানেকে মাত্র ১০ মিলিয়ন ইউরোয় দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। ৯ বছরে স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে জিতেছেন সম্ভাব্য সবকিছুই। চারটি করে চ্যাম্পিয়নস লীগ ও ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনবার করে। লা লিগা জিতেছেন তিনবার এবং একটি কোপা দেল’রে সহ রিয়ালের হয়ে সব মিলিয়ে জিতেছেন ১৮ শিরোপা।