রিয়াল কোচকে যা বললেন রোনালদোর প্রেমিকা

Published: 29 August 2021

পোস্ট ডেস্ক :


ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইংল্যান্ডের এই ক্লাবের হয়েই প্রথম বিশ্বসেরা হওয়ার স্বাদ পেয়েছিলেন তিনি। প্রথম চ্যাম্পিয়নস লীগও জিতেছেন ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে। রোনালদোর এই ‘ঘরে’ ফেরা উদ্‌যাপন করছেন তার পরিবারের সদস্যরা। রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ এই খুশিতে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে খোঁচা মেরে দিলেন।
শুক্রবার রোনালদোর ম্যানচেস্টারে যোগ দেয়ার খবর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতো টিভি। ‘ঘরে স্বাগতম’- লিখে পোস্টটি করে তারা। সেখানে জর্জিনা রদ্রিগেজের মন্তব্য, ‘আনচলেত্তি এখন যেন এটাও অস্বীকার না করে।’ মন্তব্যের শেষে হাসির ইমোজি।
গত সপ্তাহে স্প্যানিশ সংবাদমাধ্যমে হঠাৎ জোর আলোচনা শুরু হয়, রোনালদোকে ফেরাতে চান এই মৌসুমে রিয়াল মাদ্রিদে কোচ হয়ে ফেরা আনচেলত্তি। তবে এ নিয়ে
জল্পনাুকল্পনা শুরু হলে রিয়াল কোচ আনচেলত্তি টুইট করেন, ‘ক্রিস্টিয়ানো রিয়াল মাদ্রিদ কিংবদন্তি।

তার প্রতি আমার ভালোবাসা ও সম্মান আছে। তাকে কখনো সই করানোর কথা ভাবিনি। আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি।’ সংবাদমাধ্যম চিরিঙ্গিতো তাদের ইনস্টাগ্রাম একাউন্টে আনচেলত্তির এই টুইটের ছবি দিলে রোনালদো প্রেমিকা জর্জিনা সেখানে মন্তব্যের ঘরে লেখেন, ‘হা হা হা হা…।’
শুক্রবার রোনালদোর দলবদল নিয়ে ভীষণ নাটকীয়তা চলেছে। শুরুতে খবর বেরোয়, রোনালদোর ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া মোটামুটি নিশ্চিত।
পরে বদলে যায় দৃশ্যপট। সিটি নয়, ম্যানচেস্টার ইউনাইটেড জানায় ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন রোনালদো। ম্যানইউর বিবৃতিতে বলা হয়, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে নিশ্চিত করছে যে, ব্যক্তিগত চুক্তি, ভিসা ও স্বাস্থ্যপরীক্ষা সফলভাবে শেষ করার শর্তসাপেক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের জন্য আমাদের ক্লাব জুভেন্টাসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।’ ক্লাবের অফিশিয়াল অ্যাকাউন্টে লেখা হয়, ‘ঘরে স্বাগতম, ক্রিস্টিয়ানো।’