স্কটিশ এমপি ফয়সল হোসেন চৌধুরী বার্মিহামে সংবর্ধিত

Published: 13 September 2021

পোস্ট ডেস্ক :


স্কটিশ পার্লামেন্ট মেম্বার ফয়সল হোসেন চৌধুরী বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টার পরিদর্শন করেছেন। এ সময় মসজিদ কর্তৃপক্ষ তাকে সংবর্ধনা প্রদান করে।

গত (১২ সেপ্টেম্বর) রবিবার তিনি এই প্রতিষ্ঠানে সফরে আসলে পরিচালকবৃন্দ তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সেন্টারের পরিচালক আলহাজ নান্নু মিয়ার সভাপতিত্বে এবং আলহাজ হাফিজ সাব্বির আহমদের পরিচালনায় আলোচনা সভায় ফয়সল হোসেন চৌধুরী বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছোট বেলায় আমাকে কোলে নিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত এই মসজিদ পরিদর্শন করতে পেরে আমি আনন্দিত। দ্বীন কায়েমের জন্য মসজিদে পরিচালিত বহুমুখী খেদমত সত্যিই প্রশংসনীয়। যে কোনো প্রয়োজনে তিনি মসজিদ কর্তৃপক্ষের পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন তার সফরসঙ্গী, মো. মুনতাকিম চৌধুরী, জুনেদ আহমদ চৌধুরী, মো. রাজা চৌধুরী, মসজিদের নিয়মিত মুসল্লী মো. আব্দুল মালিক, আব্দুল হালিম, সৈয়দ তাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর মিয়া প্রমুখ।

বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের কৃতিসন্তান ফয়সল হোসেন চৌধুরী স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশী যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।