চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া
বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটাল প্রতিষ্ঠায় দেশ বিদেশের সকল বিত্তবানরা এগিয়ে আসুন

Published: 24 September 2021

বিশ্বনাথ সংবাদদাতা :

ব্রিটিশ চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের উদ্যোগে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরি গ্রামের হতদরিদ্র জিলু মিয়াকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সংস্থার বিশ^নাথ অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
বক্তব্যে তিনি এ ধরনের মহতি কাজে দেশের ও প্রবাসে অবস্থানরতো সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল প্রতিষ্ঠায় সরকার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। হসপিটাল প্রতিষ্ঠায় যারা অকাতরে দান করে যাচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, অসহায় দরিদ্র মানুষের চিকিৎসাসেবার জন্য বিশ^নাথে দ্রুততম সময়ের মধ্যে এই হসপিটাল প্রতিষ্ঠায় সকলের সাথে দেশে ও প্রবাসে নিরলসভাবে কাজ করে যাবেন তিনি।
২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার হসপিটালের রুমদাতা সমাজসেবী ও শিক্ষানুরাগী শেখ মোঃ মনির মিয়ার সভাপতিত্বে ও সংস্থার বিশ^নাথ উপজেলা চিফ কো-অর্ডিনেটর সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ আমিন উল্লাহ মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি শাহ আমিন উল্লাহ, রামসুন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজমুল ইসলাম, শব্দকথা ২৪ডটকম এর প্রধান সম্পাদক কবি ও সাংবাদিক সাইফুর রহমান কায়েস, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুক আহমদ, আলহাজ¦ তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজম আলী, সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ তরিকুল ইসলাম শামিম, মোঃ ফখর উদ্দিন, মোঃ শফিকুর রহমান, শেখ মোঃ আফজল হোসেন, আব্দুল মতিন, মাওলানা ফয়েজ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার বিশ^নাথের কো-অর্ডিনেটর সাংবাদিক তজম্মুল আলী রাজু। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কবি এস পি সেবু। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম।
অনুষ্ঠানে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের পক্ষ থেকে হতদরিদ্র জিলু মিয়াকে চিকিৎসা সহায়তা পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথি সভাপতিসহ সকল অতিথিবৃন্দ।