জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পথসভা

Published: 22 October 2021

মৌলভীবাজার প্রতিনিধি :

জাতীয় নিরাপদ সড়ক দিরস উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে র‌্যালী বের করে জেলা পুলিশ। এতে জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। এবারের শ্লোগান ছিল “আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো”।
পরে শহরের চৌমোহনা এলাকায় জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।

এ সময় বক্তারা বলেন, অকালে তাজা প্রাণ যাতে সড়কে না ঝরে পড়ে এ ব্যাপারে প্রশাসন, সরকারের বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন সকলের সমন্বয় জোরদার করা প্রয়াজন। সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে এবং আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।

এদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শেরপুর হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়ন, সিলেটের উদ্যোগে স্থানীয় স্কুল, কলেজসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি র‌্যালি বের হয়। পাশাপাশি পুলিশের উদ্যোগে পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশের শেরপুর হাইওয়ে থানা শাখার সভাপতি সাংবাদিক নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক অলিউর রহমান, আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া বিষয় সম্পাদক ইমরান হোসেন, হাইওয়ে পুলিশের এসআই হাসান প্রমুখ।
এতে উপস্থিত সকলেই নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে আহবান জানিয়েছেন।