শাহপরান জামে মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব-এর ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

Published: 15 January 2022

সংবাদ বিজ্ঞপ্তি :


পূর্ব লন্ডনের হ্যাকনি রোডস্থ শাহপরান জামে মসজিদের দীর্ঘকালিন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রব ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টায় বেথনাল গ্রীনের প্রিচার্ড রোডস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । মরহুমের নামাজে জানাজা ১৪ জানুয়ারি শুক্রবার বাদ জুমা ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয় । শনিবার সকাল ১০ টায় মরহুমের লাশ গার্ডেন্স পিস গোরস্থানে সমাহিত করা হবে।

আলহাজ্ব আব্দর রব-এর দেশের বাড়ি ওসমানী নগর উপজেলার সাদীপুর ইউনিয়নের সম্মানপুর গ্রামে । তিনি স্থানীয় চাতলপার দাখিল মাদ্রাসার আজীবন সদস্য ছিলেন । এলাকায় দানশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি সুদীর্ঘ আঠারো বছর শাহপরান জামে মসজিদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। মসজিদের খেদমতে একনিষ্ঠভাবে নিবেদিত ছিলেন। জীবনে সবকিছুর উর্ধে মসজিদকেই প্রাধান্য দিতেন। দিনের বেশিরভাগ সময় মসজিদেই কাটাতেন । ব্যক্তি জীবনে তিনি ছিলেন খুবই বিনয়ী ও সদালাপী । মরহুমের ছোট ছেলে হাফিজ হাসান আহমদ তাঁর পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

শাহপরান মসজিদ কমিটির শোক: এদিকে আলহাজ আব্দুর রব-এর মৃত্যুতে শাহপরান জামে মসজিদ কমিটির পক্ষে মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান জিলু, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর বখশ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আতিক মিয়া ও সেক্রেটারি মকসুদ মিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে মসজিদ নেতৃবৃন্দ বলেন, শাহপরান মসজিদের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর পুর্ব পর্যন্ত তিনি মসজিদের খেদমতে নিজেকে নিবেদিত করে দিয়েছিলেন । মসজিদ প্রতিষ্ঠা ও উন্নয়নে তাঁর অবদান যুগযুগ স্মরণীয় হয়ে থাকবে । আমরা আল্লাহ তায়ালার কাছে কায়মনো বাক্যে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসে অধিষ্টিত করেন । নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কাউন্সিল অব মস্কের শোক: কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক ও সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, আলহাজ্ব আব্দুর রব দীর্ঘদিন কাউন্সিল অব মস্কের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তিনি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছেন । তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তাপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ইস্ট লন্ডন মসজিদের শোক: এদিকে পৃথক এক শোকবার্তায় আলহাজ আব্দুর রব এর মৃত্যুতে ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান আইয়ুব খান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । তিনি বলেন, মসজিদের প্রতি তাঁর খেদমতকে কবুল করে আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতে সমাসীন করেন।