ভুল শুধরে পরের মৌসুমের জন্য তৈরি হতে হবে : বুমরাহ

Published: 10 May 2022

পোস্ট ডেস্ক :


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সবচেয়ে বাজে খেলছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচ খেলে ৯টিতেই হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের হয়ে প্রথম ১০ ম্যাচে ৫ উইকেট নেওয়া জসপ্রিত বুমরাহ সোমবার কলকাতার বিপক্ষে এক ম্যাচেই নিলেন ৫ উইকেট। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কলকাতার ব্যাটারদের জন্য ত্রাস হয়ে ওঠেন বুমরাহ।

৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে শিকার করেছেন ৫টি উইকেট।
দল হারলেও ম্যাচসেরা হয়েছেন বুমরাহ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি সংখ্যা বা রেকর্ডের দিকে তাকাই না। সব সময় নিজের কাজটা ঠিকমতো করে যাওয়ার দিকে নজর দিই। কখনো কখনো ভালো বল করলেও উইকেট পাওয়া যায় না। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো বল করেছিলাম। অতিরিক্ত কিছু করতে চাই না, দলের হয়ে যখনই সম্ভব, তখনই নিজের অবদান রাখতে চাই। ’

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই এবার রয়েছে লিগের পয়েন্ট তালিকার একদম তলানিতে। শেষ হয়ে গেছে প্লে-অফে যাওয়ার আশা। বুমরাহ বলেন, ‘দল জিতলে ভালো লাগত। সেই সুযোগ আমাদের সামনে ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। নিজেদের ভুল শুধরে নিয়ে পরের মৌসুমের জন্য তৈরি হতে হবে। ’