ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার বিচারের জন্য প্যানেল গঠন

Published: 16 July 2022

পোস্ট ডেস্ক :


পিটিআই নেতৃত্ব ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত কিনা তা বিবেচনা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে । ফেডারেল মন্ত্রিসভা সংবিধানের ৬ নং অনুচ্ছেদের অধীনে এই কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন ফেডারেল তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। অনুচ্ছেদ ৬- এ বলা আছে , ” কোন ব্যক্তি বল প্রয়োগ করে বা অন্য কোন অসাংবিধানিক উপায়ে যদি সংবিধানকে বিলুপ্ত করার বা অবমাননা করার ষড়যন্ত্র করেন তাকে উচ্চ রাষ্ট্রদ্রোহিতার জন্য দোষী হতে হবে।”

পিটিআই নেতৃত্বের বিরুদ্ধে ধারা ৬-এর বিচার্য বিষয়টি তখনি সামনে এসেছে যখন সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা পদক্ষেপের বিষয়ে প্রাক্তন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিতর্কিত রায় খারিজ করে দিয়েছে। বিচারপতি মাজহার আলম মিয়াঁখেল রায় দেবার সময়ে জানিয়েছেন , “ইমরান খানের ক্রিয়াকলাপ সংবিধানের ৬অনুচ্ছেদকে (উচ্চ রাষ্ট্রদ্রোহিতা) প্রভাবিত করে কিনা তা সংসদ সদস্যদের চিন্তা করার জন্য উন্মুক্ত রেখে দেয়া হয়েছে। এই ধরনের অসাংবিধানিক কাজ সংসদ সদস্যরা মেনে নেবেন নাকি ভবিষ্যতে এই ধরনের জগাখিচুড়ি বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবেন তা এখন সাংসদদের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে।”