দেশে ২৪ ঘণ্টায় সড়কে ঝরলো ১০ প্রাণ

Published: 24 July 2022

পোস্ট ডেস্ক :

দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে কুমিল্লার দেবিদ্বারে স্বামী-স্ত্রীসহ ৩ জন, গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় ৩ বাসযাত্রী, টাঙ্গাইলে ২ চালক ও ময়মনসিংগের ঈশ্বরগঞ্জে ২ জন।

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যক্তি, তার স্ত্রী ও শ্যালিকার মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহার পাড় এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির এসআই প্রেমধর মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতরা হলেন- ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ফরাজী মঞ্জিলের বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও তার শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)।

এসআই প্রেমধর মজুমদার বলেন, গিয়াস তার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে প্রাইভেটকার চালিয়ে ঢাকা থেকে ফেনী যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

গাজীপুর :গাজীপুরের শ্রীপুরে লেভেল ক্রসিংয়ে পোশাক শ্রমিকদের একটি বাসে ট্রেনের ধাক্কায় তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের মাইজ পাড়া ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুরের স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায় বলাকা এক্সপ্রেস। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজ পাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় একটি বাস সামনে চলে এলে সংঘর্ষ হয়।

শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল বাসটি। ট্রেনের ধাক্কায় সেটি ছিটকে রাস্তার পাশে উল্টে পড়ে।

তাতে ঘটনাস্থলেই প্রিয়া নামের এক নারীর মৃত্যু হয়। আহতদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান।
টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িরই চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই ) জ্বিলকদ হোসেন বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে হানিফ বাসের চালক ও ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও ১০ জন গুরুতর আহত হন।

ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ও রোববার ভোর সাড়ে ৬টার দিকে দুর্ঘটনার এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন আব্দুল হাকিম (২৮) ও সাইফুল ইসলাম (৪১)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর নামক স্থানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে চালক ভেতরে ঘুমাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক এসে থেমে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে থেমে থাকা ট্রাক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় চালকের সহকারী মো. শাহিনকে (২২) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হারুয়া বাসস্ট্যান্ড নামক স্থানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস এবং ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সাইফুল ইসলাম (৪১) ঘটনাস্থলেই মারা যান।