ইউক্রেনে আরও এক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Published: 6 August 2022

পোস্ট ডেস্ক :


ইউক্রেনকে আরও এক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এরমধ্যে থাকবে দীর্ঘ-পাল্লার অস্ত্রও। বর্তমানে সহায়তা প্যাকেজটি ঘোষণার পূর্ববর্তী অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে জানানো হয়, আগামি সোমবার এটি ঘোষণা করা হতে পারে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই একটানা সামরিক সহায়তা পাঠিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সেই ধারাবাহিকতায় নতুন সামরিক সহায়তার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এটি হতে যাচ্ছে এখন পর্যন্ত ঘোষণা করা সহায়তাগুলোর মধ্যে সবথেকে বড়গুলোর একটি।

এখন পর্যন্ত ৮.৮ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নতুন সহায়তার বিষয়টি এখনও চূড়ান্ত করেননি প্রসিডেন্ট জো বাইডেন। তাছাড়া পাঠানো অস্ত্রের দাম পরিবর্তন করার পর এতে স্বাক্ষর করতে পারেন তিনি। এই দফায় দূর-পাল্লার অস্ত্র হিমার্স পাঠানো হবে ইউক্রেনে। এছাড়া সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নাসামসও দেয়া হবে দেশটিকে।

আরও কিছু সমরযানও রয়েছে সহায়তা প্যাকেজে।
গত সোমবার পেন্টাগন ৫৫০ মিলিয়ন ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে। এটি ছিল হিমার্সের গোলা সরবরাহ বাবদ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হিমার্স বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। কিন্তু তারপরেও যুদ্ধে রাশিয়ার অগ্রসর থামানো যাচ্ছে না।