পেরেজ বললেন- রোনালদোকে আবার নেব? ওর বয়স তো ৩৮!

Published: 12 August 2022

পোস্ট ডেস্ক :


ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চাইলেও ছাড়তে পারছেন না। মনের মতো ক্লাব পেতে হবে তো? একে একে বড় ক্লাবগুলো হাত গুটিয়ে নিয়েছে। আতলেতিকো মাদ্রিদ তাকে নিতে চাইলেও ক্লাবটির সমর্থকেরা রাজি হচ্ছে না। শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদেরও নাম।

ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু রিয়াল সভাপতির এক কথায় সবার আশা গুঁড়িয়ে গেল।
রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন রোনালদো। ৯ বছর ক্লাবটিতে থাকার পর তিনি চলে যান জুভেন্তাসে। সেখানে অভিজ্ঞতা ভালো হয়নি। ফিরে আসেন ক্যারিয়ারের প্রথম দিককার ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগে নেমে যাওয়ার ৩৭ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে চান। ১৭ বছর বয়সে স্পোর্টিং লিসবনে থাকতে একবারই দ্বিতীয় স্তরের এই ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলেছেন। এরপর আর কোনো চ্যাম্পিয়ন্স লিগ মিস করেননি।

এবার রোনালদো যদি ম্যান ইউতে থেকে যান, তাহলে তাকে চ্যম্পিয়ন্স লিগে দেখা যাবে না। এমতাবস্থায় সিআর সেভেনকে নিয়ে কী ভাবছে রিয়াল মাদ্রিদ? পরশু রাতে ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২–০ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে রিয়াল। সেখানকার টিম হোটেলে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে পেয়ে কিছু সমর্থক প্রশ্ন করেন, রোনালদোকে ফেরত আনা হবে কিনা।

প্রথম দফায় জবাব দেননি পেরেজ। ভক্তরা নাছোড়বান্দা। পরে পেরেজ বলেন, ‘কার কথা বলছ? ক্রিশ্চিয়ানো? তার বয়স তো ৩৮ বছর!’ রিয়াল সভাপতির এই বক্তব্য থেকেই স্পষ্ট, বুড়ো রোনালদোকে বিপুল অংকের টাকায় দলে নেওয়ার কোনো ইচ্ছাই নেই তাদের। এদিকে ব্রিটিশ মিডিয়ার দাবি, রোনালদো দলবদলের কোনো লক্ষণ না দেখে এখন নাকি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই মনযোগ দিচ্ছেন।