মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে নিহত ১১

Published: 13 August 2022

পোস্ট ডেস্ক :


মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন ছয়জন।

শুক্রবার দেশটির রাজধানী পোডগোরিকো থেকে ৩৬ কিলোমিটার দূরের সেটিনজেতে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী মূলত পারিবারিক বিবাদে জড়িত ছিলেন। স্থানীয় তথ্যমতে, বন্দুকধারী আত্মহত্যার আগে আশপাশের পথচারীদের ওপর এলোপাথাড়ি গুলি চালান।

এ ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রী টেলিগ্রামে বলেন, আমি সব নাগরিককে পরিবারের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

কর্মকর্তাদের মতে, একক বন্দুকধারী পথচারীদের লক্ষ্য করে গুলি করার আগে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করে।

প্রসিকিউটর আন্দ্রিজানা নাস্টিক সাংবাদিকদের বলেন, বন্দুকধারীর বাড়িতে থাকা মা ও তার দুই সন্তানকে হত্যা করেছে।