ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে রিট
বিশেষ সংবাদদাতা :
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশের পর এবার হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।
ভারতে ইলিশ রপ্তানি বিষয়ে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন মাহমুদুল হাসান।
রিটে ভারতে কম দামে ইলিশ রপ্তানি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে রিট আবেদনে।
আইনজীবী তার আবেদনে বলেন, বাংলাদেশের মানুষের চাহিদা বিবেচনা না করেই বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠান এই আইনজীবী। সরকারের চার সচিব ও তিনটি সংস্থার চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠান।
বাণিজ্যসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রক এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে দেওয়া নোটিশে আইনজীবী বলেছিলেন, সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধ না করলে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হবে।