নাইজেরিয়ায় মসজিদে হামলা, নিহত ১৫ মুসল্লি

Published: 25 September 2022

পোস্ট ডেস্ক :


নাইজেরিয়ার উত্তরে একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় হামলা চালিয়ে কমপক্ষে ১৫ মুসল্লিকে হত্যা করেছে অস্ত্রধারী একটি গ্রুপ। শনিবার অধিবাসীরা এ কথা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। তারা বলেছেন, রুওয়ান জেমা শহরের কেন্দ্রীয় একটি মসজিদে নামাজ আদায় করার সময় ওই ঘটনা ঘটে। এটি স্থানীয় বুক্কুয়ুম সরকারের অধীনে। আমিমু মুস্তাফা বলেছেন, মোটর সাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়। তাদের হাতে ছিল বন্দুক। সোজা মসজিদে প্রবেশ করে তারা এলোপাতাড়ি গুলি করতে থাকে। আরেকজন অধিবাসী বলেছেন, এই হামলা হয়েছে স্থানীয় সময় বিকেল ২টার দিকে। এতে আহত হয়েছেন অনেকে।
এর আগে আগস্টে রুয়ান জেমা এলাকার বাসিন্দারা বলেছেন, এসব দুর্বৃত্ত তাদের ওপর আর কোনো হামলা চালাবে না এমন প্রতিশ্রুতিতে তাদেরকে ৯০ লাখ নাইরা (২১ হাজার ডলার), পেট্রোল এবং সিগারেট তুলে দেয়। দুই বছর ধরে নাইজেরিয়ার উত্তরপশ্চিমে ভয়াবহতা চালাচ্ছে ভারি অস্ত্রধারীরা।

তারা হাজার হাজার মানুষকে অপহরণ করেছে। হত্যা করেছে কয়েক শত মানুষকে। কিছু এলাকায় রাস্তায় সফর করা নিরাপদ নয়।