মেসি ম্যাজিকে আর্জেন্টিনার জয়, ব্রাজিল-স্পেনের রেকর্ড স্পর্শ

Published: 28 September 2022

পোস্ট ডেস্ক :

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের মোড়কে যুতসই প্রস্তুতি সারছে আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে জ্যামাইকাকে হারায় আলবেসেলিস্তেরা। মঙ্গলবার দিবাগত রাতে নিউইয়র্কের রেড বুল অ্যারেনায় ৩-০ গোলের জয় পায় লিওনেল স্কালোনির দল। এই জয়ে ব্রাজিল ও স্পেনের একটি রেকর্ড ছুঁয়েছে আর্জেন্টিনা।

এ নিয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত রইলো আর্র্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে সমান সংখ্যক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে ব্রাজিল ও স্পেনের। ১৯৯৩ সাল থেকে ১৯৯৫ সালের মধ্যে টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল ব্রাজিল। এর মধ্যে ১৯৯৪ সালে বিশ্বকাপও জিতে নেয় সেলেসাওরা। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল স্পেন।

ইন্টারন্যাশনাল ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ইতালির। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল আজ্জুরিরা। আর্জেন্টিনা যে দুর্দান্ত ফর্ম দেখাচ্ছে তাতে আসন্ন কাতার বিশ্বকাপে ইতালির রেকর্ড ভেঙে দেয়ার জোর সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের আগে আগামী ১৬ই নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

এরপর বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম ম্যাচে আগামী ২২শে নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হবে আলবেসেলিস্তেরা। বিশ্বকাপের গ্রুপপর্বে আর্জেন্টাইনদের দ্বিতীয় প্রতিপক্ষ মেক্সিকো। এই তিন ম্যাচে নিশ্চিত ফেভারিট আর্জেন্টিনা। কোনো অঘটন না ঘটলে ইতালির ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে ৩৮ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়তে পারে লিওনেল মেসির দল।
এর আগে আর্জেন্টিনার সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ডটি হয়েছিল ১৯৯১ থেকে ১৯৯৩ সালে। আলফিও বাসিলের অধীনে টানা ৩৩ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা।

মঙ্গলবার রাতে জ্যামাইকার বিপক্ষে মেসিকে পাওয়া যাবে কি না তা নিয়ে জেগেছিল শঙ্কা। ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। শুরুর একাদশেও সেরা তারকাকে দলে রাখেননি কোচ লিওনেল স্কালোনি। তবে ৫৬তম মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। আর শেষ মুহূর্তে জোড়া গোল করে রেড বুল অ্যারেনায় উপস্থিত সমর্থকদের আনন্দে ভাসান আর্জেন্টাইন জাদুকর।

ম্যাচে ১৩তম মিনিটে জুলিয়ান আলভারেজের দারুণ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা মেসি। আর ম্যাচের এক মিনিট বাকি থাকতে স্কোরলাইন ৩-০ করেন সাত ব্যালন ডি’অরের মালিক।