জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎহীন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগ
বিশেষ সংবাদদাতা :
জাতীয় গ্রিডের বিপর্যয় দেখা দেয়ায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগ। এছাড়া খুলনার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে। আজ দুপুরে জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে এ বিভ্রাট দেখা দেয়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শামীম হাসান জানান, আজ দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। এতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বেলা ৩টার পর যমুনা নদীর পাড় থেকে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা গেছে। বাকি অংশে কাজে চলছে।
এদিকে দুপুর দেড়টা থেকে পুরো সিলেট বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে। সিলেট বিভাগীয় বিদ্যুৎ কর্মকর্তা আবদুল কাদির জানান, জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। সমস্যা সমাধানে কাজ করছেন বিদ্যুতের ইঞ্জিনিয়াররা।