গাজীপুরে টনসিলের অপারেশনকালে শ্বাসনালি কর্তন, যুবকের মৃত্যুর অভিযোগ

Published: 16 October 2022

পোস্ট ডেস্ক :


গাজীপুরের কাপাসিয়ায় টনসিলের অপারেশনের পর অতিরিক্ত রক্ত ক্ষরণে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করাতে নেয়া হয়েছে হাসপাতাল মর্গে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, জেলার কাপাসিয়ার চর দুর্লভখা এলাকার যুবক আলমগীর হোসেনের গলায় টনসিলের চিকিৎসার পর অপারেশনের সিদ্ধান্ত দেয় উপজেলার আমরাইদ পপুলার ডিজিটাল হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকের সিদ্ধান্তে তিনি শুক্রবার অপারেশন করতে যান ওই হাসপাতালে।

স্বজনদের অভিযোগ, ডাক্তার এটিএম ফয়সাল রহমান আলমঙ্গীরের গলায় টনসিলের অপারেশন করতে গিয়ে শ্বাসনালি কেটে ফেলেন। এতে রক্তক্ষরণ শুরু হলে রক্ত বন্ধ না হওয়ায় ৩-৪ ঘন্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় ডাক্তার ও হাসপাতাল কর্তৃকপক্ষ। পরে ডাক্তার ফয়সালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পর আলমগীরকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন এলাকাবাসী ও স্বজনরা। শনিবার ওই হাসপাতালটির মালিক সহ কর্তৃপক্ষের কাউকে হাসপাতালে পাওয়া যায়নি। মোবাইল ফোনও রিসিভ করেননি তারা। ডাক্তার এ টি এম ফয়সাল রহমান ও হাসপাতাল মালিক আবুল হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মারা যাওয়ার বিষয়টি তিনিও শুনেছেন।

এ বিষয়ে বিস্তারিত জানা নেই তার। শনিবার বিকেলে কাপাসিয়া থানা পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানার ওসি এএফএম নাসিম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মামুনুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাঃ শারফুদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।