স্কটিশদের হারিয়ে বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে
পোস্ট ডেস্ক :
সাফিয়ান শরিফের শর্ট লেন্থের বল মিড অন দিয়ে সীমানা ছাড়া করলেন রায়ান বার্ল। সঙ্গে সঙ্গেই হোবার্টের গ্যালারিতে নেচে উঠলো জিম্বাবুয়ে ক্রিকেট দল ও তাদের ভক্ত-সমর্থকরা। বার্লের এই চারে স্কটল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় নিশ্চিত হয় জিম্বাবুয়ের। যে জয় তাদের পৌঁছে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে। যেখানে ২ নম্বর গ্রুপে তাদের স্বাগত জানাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
গতবার সুপার টুয়েলভে খেলা স্কটল্যান্ড এবার প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেল দলটির।
হোবার্টের বেলেরিভ ওভালে ‘ডু অর ডাই’ ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৩২ রান তোলে স্কটল্যান্ড। সর্বোচ্চ ৫৪ রান আসে ওপেনার জর্জ মানসির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন ক্যালাম ম্যাকলিয়ড। জিম্বাবুয়ের দুই পেসার টেন্ডাই চাতারা ও রিচার্ড এনগারাভা দুটি করে উইকেট নেন। ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজার শিকার একটি করে উইকেট।
১৩৩ রানের লক্ষ্যে নেমে ৭ রানে দুই উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।
দলীয় ৪৩ রানে আউট হন শন উইলিয়ামস। তবে চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজা। ৫৪ বলে চার বাউন্ডারিতে ৫৮ রান করেন আরভিন। মাত্র ২৩ বলে তিন চার ও দুই ছক্কায় ৪০ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন রাজা। মিল্টন শাম্বা (১১*) এবং রায়ান বার্লের (৯) ব্যাটে চড়ে ৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। ব্যাটে-বলে অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা।