গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মা ও তিন সন্তানের
বিশেষ সংবাদদাতা :
জাতীয় প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জের সোনারগাঁও বরপা এলাকার আওয়ামী লীগ নেতা হান্নানের হাত থেকে জমি ও বাড়ি রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মা ও তিন সন্তান আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শরীরে কেরোসিন ঢালার পর উপস্থিত জনতা তাদেরকে বাধা দেয়। অসুস্থ অবস্থায় মা শারমীন ওরফে শিরিন খান (৩৫) তার মেয়ে শামীমা খান (১৬), ছেলে জহির খান (১০) ও মেয়ে সাদিয়া খান (৩) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর।
এর আগে গত দুদিন আগেও গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানান ভুক্তভোগী শারমীন ওরফে শিরিন খান।
শিরিন খান জানান, গত ৮ বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরপা এলাকায় জমি কিনে বাড়ি করেছেন এবং সেখানে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ প্রয়োগ করে আসছেন। শুধু তাই নয়, হান্নান আমার নামে মামলাও করেছেন এবং হুমকি-ধামকি দিচ্ছেন। গত ২ মাস ধরে আমাকে বাড়ি যেতে দিচ্ছেন না। বিচার দিয়েও কারো কাছে কোন বিচার না পেয়ে অবশেষে কোন উপায় না পেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত সাংবাদিকদের আমার মনের কথাগুলো বলি। এবং কি কারণে আত্মহত্যা করবো তাও তাদেরকে বলি। অবশেষে এই পথ বেছে নেই।
তাছাড়া আমার আর কোন উপায় ছিল না। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পরিদর্শক মো.বাচ্চু মিয়া জানান, মা-মেয়ে ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।