রোয়াংছড়িতে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
পোস্ট ডেস্ক :

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইংখ্যং পাড়ায় পাহাড়ের বিবদমান দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। সোমবার (০৮ মে) সকাল থেকে রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের পাইংখ্যং পাড়ায় এ ঘটনা ঘটে।
বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। তবে কাদের কাদের মধ্যে এই বন্দুকযুদ্ধ হয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এদিকে রোয়াংছড়ি থানার উপপুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।
বেলা সোয়া ৩টার দিকে পুলিশের একটি দল পুলিশ গুলিবিদ্ধ এই তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এদিকে স্থানীয় সূত্রগুলো জানান, পাহাড়ে আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’ এবং ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’-এর মধ্যে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটেছে। কয়েক দিন থেকে এ ধরনের সংঘাতের আশঙ্কায় ওই এলাকা থেকে লোকজন সরে আসছিল।