বাংলাদেশ-চীন যে ১৬ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো

Published: 9 July 2024

পোস্ট ডেস্ক :


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ১৬টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও চীনের বেশ কয়েকটি বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দুই দেশ। চারটি সমঝোতা স্মারকের অধীনে মোট ৪৯ কোটি ডলারের বিনিয়োগ পেতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বস্ত্রশিল্প, বৈদ্যুতিক গাড়ি নির্মাণ, সৌরবিদ্যুৎ, ফিনটেক এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে চীনা কোম্পানিগুলো।

বাংলাদেশ ও চীনা কোম্পানিগুলোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মধ্যে- নগদ এবং মোবাইল ফোন নির্মাতা চীনা কোম্পানি হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরবর্তী প্রজন্মের জন্য ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম তৈরিতে একটি কৌশলগত অংশীদারিত্বমূলক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে হুয়াওয়ে। এলক্ষ্যে চীনের ওই বৃহৎ কোম্পানিটির ৫ কোটি ডলার বিনিয়োগের কথা রয়েছে।

সমঝোতা স্মারকে দ্বিতীয়ত বাংলাদেশের পুঁজি বাজারে ডিজিটাল ট্রান্সফরমেশন প্রজেক্ট উল্লেখ করা হয়েছে। এখানে ডেক্স বাংলাদেশ টেক লিমিটেড এবং হুয়াওয়ে টেকনোলজিসের (বাংলাদেশ) মধ্যে ২ কোটি ডলার বিনিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

তৃতীয়ত এই সমঝোতা স্মারকে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বলা হয়েছে। এক্ষেত্রে চীনা কোম্পানি চায়না কেমিক্যাল সিএনসিসির সাথে কাজ করবে বাংলাদেশের দেশবন্ধু ও চেমটেক্স গ্রুপ। মোংলায় প্রায় ৩৩ একর জমিতে বৃহত্তম পিএসএফ, পিইটি বোতল এবং টেক্সটাইল গ্রেডের কারখানা স্থাপনে প্রায় ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানিটি।

এছাড়া চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি) এবং নিংবো সিক্সিং কোম্পানি লিমিটেড বাংলাদেশের অধীনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এক্ষেত্রে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশে বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনেও বিনিয়োগ করবে চীন।

এক্ষেত্রে ‘বিলিয়ন ১০ কমিউনিকেশনস লিমিটেড’ এবং সিএইচটিসি (হেনইয়াং) ইন্টেলিজেন্ট ইভি (ইলেক্ট্রনিক ভেহিক্যালস) কোম্পানি লিমিটেড বৈদ্যুতিক গাড়ি নির্মাণের বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
সমঝোতায় সিলেটে একটি সোলার পার্ক স্থাপনের বিষয়ে স্মারকে স্বাক্ষর করেছে ‘বিলিয়ন ১০ কমিউনিকেশনস লিমিটেড’ এবং নিংবো সান ইস্ট সোলার কোম্পানি লিমিটেড।

এছাড়া নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করবে চীন। ‘বিলিয়ন ১০ কমিউনিকেশনস লিমিটেড’ এবং হোশাইন সিলিকন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নবায়নযোগ্য জ্বালানি শিল্পে বিনিয়োগের জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। ‘বিলিয়ন ১০’ প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের বর্জ্য লুব্রিকেন্ট তেল পুনরুদ্ধার এবং পরিশোধন শিল্পে বিনিয়োগের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জুহিয়া নিউ ম্যাটেরিয়াল টেকনোলজি কোম্পানি লিমিটেড।

ঢাকাকে মেগা সিটি হিসেবে গড়ে তুলতে যে প্রকল্প রয়েছে সেখানেও বিনিয়োগ করবে চীন। দেশটির হংজিং ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড এবং ইবি সলিউশন লিমিটেড এই প্রজেক্টে বিনিয়োগের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এছাড়া ইবি সলিউশন লিমিটেডের সঙ্গে চীনের শেরিং নিউ এনার্জি টেকনোলজি লিমিটেড বাংলাদেশে স্মার্ট কোল্ড চেইন লজিস্টিক সলিউশন সেক্টরে বিনিয়োগের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

কারিগরি ও আর্থিক বিনিয়োগ সহযোগিতার সমঝোতার স্মারকের আওতায় নদী ও সড়কপথে সিএনজি পরিবহনের জন্য বাংলাদেশে ২ কোটি ডলার বিনিয়োগ করবে চীন। এ বিষয়ে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি এবং শিজাঝুং এনরিক গ্যাস ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া কাগজ খাতে বিভিন্ন যন্ত্রপাতির উন্নয়নে বিনিয়োগের কথা রয়েছে। চীনের জিবো জিনহুয়াটেং পেপার মেশিনারি কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের নিটল নিলয় গ্রুপের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া নিটল নিলয় গ্রুপের সাথে যৌথভাবে টিবিআর টায়ার প্রকল্পে বিনিয়োগ করবে চীনা কোম্পানি ঝোংঝো ডংফেং মিড-সাউথ এন্টারপ্রাইজ কোম্পানি।

চীনা কোম্পানি শাংডুং সুনাইট মেশিনারি এবং নিটল নিলয় গ্রুপের সাথে পরিবেশবান্ধব ইট তৈরি খাতে বিনিয়োগ করবে চীন। এ বিষয়ে বাংলাদেশ ও চীন উভয়ই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চীনা কোম্পানি ডালিয়াম হুয়াহান রাবার অ্যান্ড প্লাস্টিক যন্ত্রপাতি খাতে নিটল নিলয় গ্রুপের সাথে বিনিয়োগের চুক্তি করেছে। সর্বশেষ যে বিষয়টিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে দু’দেশ তা হচ্ছে- লিথিয়াম ব্যাটারি ও বৈদ্যুতিক যানবাহন খাত। এতে বিনিয়োগ করবে চীনা বাণিজ্যিক প্রতিষ্ঠান জেডপি টেকনোলজি (আনহুই) কোম্পানি লিমিটেড।