২৯তম স্রেব্রেনিৎসা গণহত্যা দিবস উপলক্ষে ইস্ট লন্ডন মসজিদের স্মরণসভা
বসিনয়ার স্রেব্রেনিৎসা গণহত্যার ২৯ বছর পূর্তি উপলক্ষে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । কুটনীতিক ও কমিউনিটির বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত স্মরণসভায় ইউরোপীয় ইতিহাসের এই অন্ধকার অধ্যায়টি নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় “এ ধরনের হত্যাকাণ্ড আবার কখনোই যেন না ঘটে”- কথাটিই বারবার প্রতিধ্বনিত হয় । বক্তারা সাম্প্রতিক সময়ে গাজায় প্রায় ৩৮ হাজার মানুষ হত্যাকে বসনিয়ার গণহত্যার সাথে তুলনা করেন।
১০ জুলাই বুধবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের প্রথমতলায় এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় এতে অতিথি হিসেব বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বসনিয়ান রাষ্ট্রদূত ওসমান টপকাগিচ ও ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের ট্রাস্টি ড. আবদুল্লাহ ফালিক। অনুষ্ঠানে বসনিয়া থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সেহিজা দেদোভিচ । শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক।
স্মরণসভায় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের প্রাক্তণ চেয়ারম্যান ড. আব্দুল বারী এমবিই ও বিশিষ্ট আইনজীবী আবু তালহাসহ অনেকেই।
স্মরণসভায় বসনিয়ান রাষ্ট্রদূত ওসমান টপকাগিচ যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের পরিণতি তুলে ধরেন । তিনি বলেন জটিল চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বসনিয়া তার প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে । তিনি যুক্তরাজ্যের ভূমিকার গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেন, যা এই বছরের শুরুর দিকে স্রেব্রেনিৎসা গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করায় মুখ্য ভূমিকা রেখেছে । তিনি জোর দিয়ে বলেন এই গণহত্যার প্রধান শিক্ষা হলো, ‘খারাপ কিছু ঘটার জন্য, ভালো মানুষের নীরবতাই যথেষ্ট।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১১ জুলাই বসনিয়ার স্রেব্রেনিৎসায় সার্ব সেনাবাহিনী ৮ হাজারের বেশি নারী, পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করে । চলতি বছরের শুরুতে জাতিসংঘ এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে । এই গণহত্যা দিবসকে ইস্ট লন্ডন মস্ক দীর্ঘদিন যাবত স্মরণ করে আসছে। গণহত্যা সংঘটিত হওয়ার পর থেকে প্রতিবছর গণকবর দেওয়া মানুষের কংকাল সংগ্রহ করে তা শনাক্ত করে জানাজা দাফন করার কার্যক্রম চলে আসছে । এরই ধারাবাহিকতায় এই বছর ১১ জুলাই ১৪ জনকে শনাক্ত করে তাদের জানাজা ও দাফন সম্পন্ন করা হয় । সংবাদ বিজ্ঞপ্তি