ডিসি নিয়োগ বাতিল, এবার হলেন ওএসডি
বিশেষ সংবাদদাতা :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমকে এবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর আগে সমালোচনার মুখে এনামুল করিমের সিলেটের ডিসি হিসেবে নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর) এনামুল করিমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর এনামুল করিমকে সিলেটের ডিসি নিয়োগ দেয় সরকার। তবে পরদিনই তার এই নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১৯ সালে ফেনীতে কলেজছাত্রী নুসরাতকে আগুনে পুড়ে হত্যার ঘটনা দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করে। তখন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ছিলেন এনামুল করিম। সেই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে এনামুল করিম প্রচেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে।
ফেনীর এডিসি থাকাকালে তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি ফেনী শহরের এসএসকে সড়কে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনার সময় এক ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরেছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল করিম। সেই ঘটনায় বিব্রত হয় জনপ্রশাসন মন্ত্রণালয়।