পুলিশের আরো ৪৫ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন

Published: 15 September 2024

বিশেষ সংবাদদাতা :


পুলিশের কর্মকর্তা পদে ফের ব্যাপক রদবদল করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার, উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৪৫ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। এর মধ্যে এলিট ফোর্স র‌্যাবে নতুন পাঁচ পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে ২৩ কর্মকর্তার বদলি ও পদায়নের কথা জানানো হয়। সেখানে র‌্যাবে নতুন পাঁচ পরিচালক নিয়োগের কথা জানানো হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে রদবদল করার কথা জানানো হয়। এর মধ্যে ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো মেহেরপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, নেত্রকোণা, বরিশাল, গোপালগঞ্জ, পঞ্চগড়, জামালপুর, শরীয়তপুর, বান্দরবান, লক্ষ্মীপুর ও নীলফামারী।