ফ্রিজের ভেরত মিলল তরুণীর ৩০ খণ্ডের মরদেহ
পোস্ট ডেস্ক :
ভারতের দক্ষিণী রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি ফ্ল্যাটের ফ্রিজের মধ্যে থেকে ২৬ বছর বয়সি এক তরুণীর ৩০ খণ্ড করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেঙ্গালুরুর বালিকাভাল এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।
জানা গেছে, এক কামরার ওই ফ্ল্যাটে থাকতেন নিহত তরুণী। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেওয়ার পর দেহের টুকরোগুলো উদ্ধার হয়।
বেঙ্গালুরু পশ্চিমের অতিরিক্ত পুলিশ কমিশনার সতীশ কুমার বলেন, দেখে মনে হচ্ছে, দেহের টুকরোগুলো বেশ কয়েকদিন ওই ফ্রিজে রয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি বেঙ্গালুরুতে একাই থাকতেন। তবে তার বাড়ি অন্য রাজ্যে।
সতীশ কুমার জানান আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনাটি আজকে ঘটেনি। কে বা কারা এই খুনে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আরও তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।
এর আগে, ২০২২ সালে দিল্লিতে ২৭ বছর বয়সি শ্রদ্ধা ওয়ালকারকে খুন করেন তার প্রেমিক আফতাব আমিন পুনেওয়ালার বিরুদ্ধে। শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করা হয়েছিল। তারপর মরদেহের টুকরোগুলো নিকটবর্তী জঙ্গলে ফেলে দিয়েছিলেন আফতাব।